chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ঝং শানশান এখন এশিয়ার শীর্ষ ধনী

আন্তর্জাতিক ডেস্ক: এশিয়ার শীর্ষ ধনী এখন চীনা নাগরিক ঝং শানশান। ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানিকে পেছনে ফেলে তিনি এ জায়গা দখল করেছেন।

ঝং শানশান ভ্যাকসিন ম্যাগনেট এবং চীনের বৃহত্তম বোতলজাত পানির কোম্পানি নংফু স্প্রিংয়ের প্রতিষ্ঠাতা।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্স অনুসারে, ঝংয়ের মোট সম্পদ এ বছর ৭০.৯ বিলিয়ন ডলার থেকে বেড়ে হয়েছে ৭৭.৮ বিলিয়ন ডলার।

৬৬ বছর বয়সী ঝং শানশান বিশ্বের এগারো নম্বর ধনী। ব্যবসা শুরুর আগে তিনি নির্মাণকর্মী, ওষুধ প্রস্তুতকারক এবং পানীয় সংস্থার এজেন্ট হিসেবে কাজ করেন।

এক সময় তিনি সাংবাদিকতাকেও পেশা হিসেবে নেওয়া চেষ্টা করেন। এ বছরের এপ্রিলে ঝং-নিয়ন্ত্রিত বেইজিং ওয়ান্টাই বায়োলজিক্যাল ফার্মেসি সাংহাই স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত হয়।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর