chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নতুন বছরে সংসদের অধিবেশন ১৮ জানুয়ারি

ডেস্ক নিউজ : একাদশ জাতীয় সংসদের অধিবেশন বসছে নতুন বছরের ১৮ জানুয়ারি। ওই দিন বেলা সাড়ে ৪টায় সংসদের বৈঠক আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সংসদ সচিবালয় থেকে গতকাল পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংসদ অধিবেশন আহ্বানের বিষয়টি জানানো হয়েছে। বছরের প্রথম অধিবেশন হওয়ায় রেওয়াজ অনুযায়ী অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদে ভাষণ দেবেন।

এরই মধ্যে মন্ত্রিসভার বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন হয়েছে। করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে বিগত কয়েকটি অধিবেশনের মতো এ অধিবেশনও স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে পরিচালিত হবে বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে জাতীয় সংসদের ‘বিশেষ অধিবেশন’ বসেছিল গত ৮ নভেম্বর, যা শেষ হয় ১৯ নভেম্বর। জাতীয় সংসদের অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

এএমএস/চখ

এই বিভাগের আরও খবর
Loading...