chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আকবরশাহে পুলিশের উপর হামলা, ১১ জন আটক

ডেস্ক নিউজ : নগরীর আকবরশাহে পুলিশের উপর হামলার ঘটনায় নুরু বাহিনীর ১১ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে একজন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক রয়েছেন। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে নাছিয়া ঘোনা ১ নং ঝিল পাহাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেনঃ মো. বাবুল (২৮), মো. পারভেজ (২৮), মো. উমর আলী (৩০), জুয়েল রানা (১৯), মো. রাসেল (২৮), আতাউল্লাহ (রোহিঙ্গা ২৬), মো. সাঈদ (২০), মো. হৃদয় হোসেন (১৯), মো.ইব্রাহিম খলিল (৩০), মো. অহিদুল ইসলাম বাদশা (১৯), ও মো. মোশাররফ হোসেন (২২)।

এসময় তাদের কাছ থেকে ২টি বড় রামদা, ৫টি কিরিচ ও ৩টি ধামা উদ্ধার করা হয়। বিষয়টি চট্টলার খবরকে নিশ্চিত করেছেন আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জহির হোসেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আকবর শাহ ১ নং ঝিল পাহাড়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতরা সকলে গত ২৬ ডিসেম্বর পুলিশের উপর হামলার মূল হোতা নুর আলম ওরফে নুরুর দলের সক্রিয় সদস্য।

এমএইচকে/এএমএস/চখ

 

এই বিভাগের আরও খবর