chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জায়েদ খানের বাবা মারা গেছেন

ডেস্ক নিউজ: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের বাবা এম এ হক মারা গেছেন। (ইন্না-লিল্লাহ ওয়া ইন্নাইলাহী রাজিউন)।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

জায়েদ খান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

জায়েদ খান লিখেছেন, ‘আমার আব্বা নাই। আজ সকাল ৯:৩০ মিনিটে হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহ ওয়া ইন্নাইলাহী রাজিউন)’

রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটিতে মরদেহ নেওয়া হচ্ছে। সেখানে প্রথম জানাজা শেষে পিরোজপুরে নেওয়া হবে মরদেহ। সেখানে জানাজা শেষে দাফন করা হবে।

তবে জানা গেছে, গত এক বছর আগে গলায় অপারেশন হয়েছিল। গলার সমস্যা ছাড়াও এবার একইসাথে নিউমোনিয়া আক্রান্ত হন। ১৫ দিন আগে গ্রিনলাইফ হাসপাতালে ভর্তি করানো হলেও উন্নতির কনো লক্ষ্মণ পাওয়া যাচ্ছিল না। আজ সকালে তিনি মারা যান।

নচ/চখ

এই বিভাগের আরও খবর
Loading...