chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কোতোয়ালীতে তিন ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের তিনটি ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ওষুধ বিক্রির দায়ে এ জরিমানা করা হয়।

আজ বুধবার কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

ওষুধ প্রশাসন অধিদফতরের সহায়তায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান।

ওষুধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক হোসাইন মো. ইমরান বলেন, কোতোয়ালী থানার কেসি দে রোড এলাকায় বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালানো হয়। এই সময় তিনটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ, অবৈধ ওষুধ পাওয়া যায়।

‘অভিযানে মা মনি ফার্মেসিকে ২০ হাজার, স্বদেশ মেডিকোকে ১০ হাজার ও মডার্ন হারবালকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।’

এ ছাড়া প্রায় প্রায় ৫০ হাজার টাকা মূল্যের অবৈধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর