chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পাহাড় কাটায় তমা কন্সট্রাকশনকে ৫০ কোটি টাকা জরিমানা

ডেস্ক নিউজ : চট্টগ্রামের লোহাগাড়ায় পাহাড় কাটার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান তমা গ্রুপ অ্যান্ড কন্সট্রাকশন লিমিটেডকে ৫০ কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।

বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে নগরের খুলশির পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম অঞ্চলের কার্যালয়ে শুনানি শেষে প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করা হয়।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন চট্টলার খবরকে বলেন, ২ কোটি ২০ লাখ ঘনফুট অতিরিক্ত পাহাড় কাটার অভিযোগে তমা কনস্ট্রাকশনকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্পের জন্য ঠিকাদার প্রতিষ্ঠান তমা কনন্সট্রাকশনকে ৩৭টি পাহাড় কাটার অনুমোদন দেওয়া হলেও তারা এর বাইরে অতিরিক্তি ২০ টি পাহাড়ে ২ কোটি ২০ লাখ ঘনফুট পাহাড় কাটে। অতিরিক্ত পাহাড় কাটার দায়ে তাদের দায়ে এই জরিমানা করা হয়।

এমএইচকে/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর