chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হোয়াইট হাউসের ডিজিটাল স্ট্র্যাটেজি টিমে কাশ্মীর কন্যা

আন্তর্জাতিক ডেস্ক: হোয়াইট হাউসের ডিজিটাল স্ট্র্যাটেজি টিমে জায়গা পেয়েছেন ভারতের কাশ্মীর বংশোদ্ভূত নারী আয়েশা শাহ। সোমবার ঘোষিত ডিজিটাল টিমে কাশ্মীর কন্যাকে জায়গা দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

এর আগে স্মিথসোনিয়ান ইনস্টিটিউট, জন এফ কেনেডি ফান্ডে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। আয়েশা বড় হয়েছেন আমেরিকার লুসিয়ানায়। তবে তার পূর্বপুরুষ কাশ্মীরের।

দীর্ঘদিন ধরেই জো বাইডেন এবং কমলা হ্যারিসের সঙ্গে কাজ করছেন আয়েশা। এখনো স্মিথসোনিয়ান ইনস্টিটিউটে কাজ করেন তিনি। তবে নির্বাচন পর্বে তিনি বাইডেন-হ্যারিসের ডিজিটাল স্ট্র্যাটেজি টিমে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন।

সূত্র জানাচ্ছে, কমলা হ্যারিসের অত্যন্ত ঘনিষ্ঠ আয়েশা। সোমবার বাইডেন হোয়াইট হাউসে তার ডিজিটাল স্ট্র্যাটেজি টিম ঘোষণা করেছেন। সেখানে আয়েশাকে দেওয়া হয়েছে পার্টনারশিপস ম্যানেজারের কাজ।

আয়েশার কাজের সঙ্গে অবশ্য কাশ্মীরের কোনো সম্পর্ক নেই। কাশ্মীর নিয়ে আয়েশা কখনো সরবও হননি।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর