chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নির্বাচিত হলে নারী শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হবে: রেজাউল

নিজস্ব প্রতিবেদক: নির্বাচিত হলে নারী শিক্ষা ও স্বাস্থ্যখাতকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী

আজ মঙ্গলবার নগরের লেডিস ক্লাব মিলনায়তনে বাঙালি নারী সংগঠনের উদ্যোগে ‘নারীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, আমাদের সমাজ বহুদূর এগিয়েছে। নারীরা এখন আর পশ্চাৎপদ অবস্থানে নেই।

‘ঘরে-বাইরে নারীদের সফলতা প্রশংসিত হচ্ছে। শিক্ষায়, উদ্যোক্তা হিসেবে, নানা পেশায় নারীরা আজ সবচেয়ে সফল।’

শিল্পী বাসাকের উপস্থাপনায় এবং কান্তা ইসলাম মিনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মহানগর মহিলা আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা মহিউদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউন্সিলর নিলু নাগ, যুগ্ম সম্পাদক মালেকা চৌধুরী।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর
Loading...