chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামের দুই কিশোরের কৃতিত্ব

ডেস্ক নিউজ: চট্টগ্রামের মুখ উজ্জ্বল করেছেন দুই কিশোর আনাস আহমেদ ও তালহা জুবায়ের। ইন্টারন্যাশনাল সায়েন্স অ্যান্ড ইনভেনশন ফেয়ার (আইএসআইএফ) প্রতিযোগিতায় জয়ী হয়েছেন তারা।

প্রাক বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বিজ্ঞান ও উদ্ভাবনভিত্তিক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় ইন্দোনেশিয়ায়।

বিশ্বের ৩৩০ দলের মধ্যে চার ধাপের প্রতিযোগিতা শেষে দ্বিতীয় রানার আপ হন চট্টগ্রামের এই দুই কৃতি সন্তান।

আনাস ও তালহা দুইজনই চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এসএসসি সমাপ্ত করে সম্প্রতি ভর্তি হয়েছে নটরডেম কলেজে।

‘ব্যাসিলাস সাবটিলিস’ নামে ব্যাকটেরিয়ার উপস্থিতির কারণে মরিচের বৃদ্ধি এবং পরিপক্ব হয় বলে প্রমাণ করেন তারা।

দীর্ঘ ছয় মাস ধরে নিজেদের বাসার বারান্দায় ও ছাদে করা এই পরীক্ষায় তারা দেখিয়েছেন ‘ব্যাসিলাস সাবটিলিস’ ব্যাকটেরিয়াটি কীভাবে বীজের অঙ্কুরোদগম সময়, অঙ্কুরোদগম হার এবং চারার বৃদ্ধিকে প্রভাবিত করে।

করোনা মহামারির কারণে এবার প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে অনলাইনে। এতে চ্যাম্পিয়ন হন যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডের প্রতিযোগীরা এবং প্রথম রানার আপ হয় চীন।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর