chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

‘৯ বছর তুমি আমার সঙ্গে নেই মা’

ডেস্ক নিউজ:  শুরুর দিকে মায়ের হাত ধরে শুটিংয়ে এসে এখন সিনেমার নায়িকা সেই ছোট্ট দীঘি। কিন্ত এই দিনটা দেখে যেতে পারলেনা দিঘীর মা।  আজ তার মায়ের ৯ম মৃত্যুবার্ষিকী। মায়ের মৃত্যু দিবসে স্মৃতিকাতর হয়ে পড়েন দীঘি।   

ফেসবুকে আবেগঘন এক স্ট্যাটাস দিয়ে দীঘি লেখেন, আজ আমার মায়ের ৯ম মৃত্যুবার্ষিকী। ৯ বছর হয়ে গেল মা তুমি আমার সঙ্গে নেই। আমি প্রতিটি মুহূর্তে তোমাকে মিস করি। আমি তোমাকে অনেক ভালোবাসি মা। সবাইকে অনুরোধ করছি, আমার মায়ের জন্য দোয়া করুন।

১৯৬৬ সালের ২৫ সেপ্টেম্বর ঢাকার বিক্রমপুরে দোয়েলের জন্ম। ১৯৮২ সালে চাষী নজরুল ইসলামের ‘চন্দ্রনাথ’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড়পর্দায় পা রাখেন দোয়েল। এতে তার সহশিল্পী ছিলেন রাজ্জাক। দোয়েল অভিনীত সর্বশেষ সিনেমা কাজী হায়াতের ‘কাবুলিওয়ালা’। এতে তার স্বামী সুব্রত ও মেয়ে দীঘিও অভিনয় করেন। প্রায় একশরও বেশি সিনেমায় দোয়েল অভিনয় করেছেন।

নচ/চখ

এই বিভাগের আরও খবর
Loading...