chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এপ্রিলেই হতে পারে টাইগারদের শ্রীলঙ্কা সফর

খেলা ডেস্ক: করোনার কারণে স্থগিত হয়ে যাওয়া শ্রীলঙ্কা সফর এপ্রিলে হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি সুজন। তিনি বলেন, ‘আসছে বছরের এপ্রিলে এই সফরের কথা চিন্তা করছে বোর্ড।’

সম্প্রতি ২০২০ সালে স্থগিত হয়ে যাওয়া সফরের ব্যাপারে অবশ্য দুদেশের ক্রিকেট বোর্ডই আলোচনায় বসেছে। তবে পরবর্তী সফরে দুই টেস্ট ও সীমিত ওভারের কয়েকটি ম্যাচ নিয়ে আলোচলা চলছে।

২০২০ সালের জুলাইয়ে মূলত তিন ম্যাচের টেস্ট সিরিজের সূচি ছিল বাংলাদেশের। তবে করোনা ভাইরাস মহামারির কারণে সেটি স্থগিত হয়ে যায়।

পরবর্তীতে ২৪ অক্টোবর প্রথম টেস্টে সূচি ধরে সফর ঠিক করা হয়। কিন্তু লঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৪ দিনের কোয়ারেন্টিনসহ আরও অনেক নিয়মের বেড়াজালে সেই সফরটি আর হয়নি।

এ ব্যাপারে সুজন বলেন, ‘আগামী এপ্রিলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নসশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্টের ব্যাপারে চেষ্টা করছি। আমাদের বুঝতে হবে এখানে কোয়ারেন্টিন ইস্যু রয়েছে, তাই কিছু বিষয় মেনেই পরিকল্পনা করতে হবে। যদি সময় পাওয়া যায়, তবে আমরা সীমিত ওভারের কিছু ম্যাচ খেলতে চাইব। ’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর