chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

যুক্তরাষ্ট্রে খেলতে চান মেসি

খেলা ডেস্ক: লিওনেল মেসিকে পাওয়া যেকোনো ক্লাবের জন্য স্বপ্নের মতো। সম্ভবত ন্যু ক্যাম্পে এটাই হতে যাচ্ছে তার শেষ মৌসুম। এলএমটেনের পরের গন্তব্য হিসেবে শোনা যাচ্ছে ম্যানচেস্টার সিটি ও প্যারিস সেন্ত জার্মেইর নাম।

তবে এসব ক্লাবে যাওয়ার ইচ্ছা কখনও মুখ খুলে বলেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড, যেভাবে বললেন মেজর লিগ সকারে (এমএলএস) খেলার বাসনার কথা।

গত মৌসুম শেষে ন্যু ক্যাম্প ছাড়ার চেষ্টা করেও ব্যর্থ হন মেসি। এখন পর্যন্ত বার্সার সঙ্গে নতুন চুক্তির কোনও আভাস পাওয়া যাচ্ছে না। স্পেন থেকে তার চলে যাওয়ার গুঞ্জন বেশ জোরেশোরে উঠেছে।

যুক্তরাষ্ট্রে জীবন-যাপন করার অভিজ্ঞতা লাভ করতে চান মেসি। ডেভিড বেকহ্যাম, থিয়েরি অঁরি ও ওয়েন রুনির মতো উচ্চমানের তারকাদের পথ অনুসরণ করতে চান আর্জেন্টাইন ফরোয়ার্ড।

লা সেক্সতা’র সঙ্গে এক সাক্ষাৎকারে মেসি প্রকাশ করেছেন এই ইচ্ছা, ‘আমি সবসময় বলেছি যে যুক্তরাষ্ট্রে বসবাসের অভিজ্ঞতা উপভোগ করতে চাই, সেখানকার লিগ ও জীবন-যাপন কেমন দেখতে চাই। কিন্তু এটা হবে নাকি হবে না জানি না আমি।’

আতলেতিকো মাদ্রিদ কিংবা রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার সম্ভাবনা সরাসরি উড়িয়ে দিলেন মেসি। বিশেষ করে মাদ্রিদে যাবেন কি না প্রশ্নে তার সোজাসাপ্টা উত্তর, ‘না, অসম্ভব।’

ন্যু ক্যাম্প ছেড়ে কোথায় যাবেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী, তা জানতে অপেক্ষা করতে হবে এই মৌসুম শেষ হওয়া পর্যন্ত। কারণ বার্সাকে তিনি সেরাটা দিতে চান, ‘বছর শেষ না হওয়া পর্যন্ত পরিষ্কার কিছু আমার জানা নেই। মৌসুম শেষ হওয়ার জন্য আমি অপেক্ষা করবো।’

আপাতত বার্সার সঙ্গে সাফল্য অর্জনে মন তার, ‘গুরুত্বপূর্ণ ব্যাপার হলো দলকে নিয়ে ভাবা, বছর শেষ করা, শিরোপাগুলো জেতা এবং অন্য কিছু নিয়ে ভেবে তাতে ব্যঘাত ঘটাতে চাই না। জানি না কী হতে যাচ্ছে, আমাদের কী আছে এবং পরের ছয় মাসে কী করা দরকার, সেটাতেই মনোনিবেশ করছি আমি। আমি জানি না, আমি চলে যাচ্ছি কি না। যদি আমি চলে যাই, তাহলে সেরা উপায়ে বিদায় নিতে চাই।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর