chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নীলফামারীতে ‘প্রজেক্ট উইন্টার’র শীতবস্ত্র বিতরণ

ডেস্ক নিউজ : নীলফামারীতে গরীব দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন হেলথ কেয়ার ও হেলথ ট্রিটমেন্ট।

গত ১৯ শে ডিসেম্বর নীলফামারী গাবেরতল এলাকার কানিয়াল খাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাদেকা আক্তার জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩০০ দুঃস্থ মানুষর মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। যার মধ্যে রয়েছে ১৫০ টি কম্বল ও ১৫০টি জ্যাকেট,হুডি।

এসময় তিনি বলেন, তরুণদের ‘প্রজেক্ট উইন্টার’ কর্মসূচি প্রশংসনীয়। তাদের মানবিক উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতের হারানো উষ্ণতা ফিরে আসবে এমনটা প্রত্যাশা। মানবিক এই সংগঠনটি মানবিকতার অনন্য উদাহরণ হিসেবে সমাজে স্থান করে নিবে অচিরেই।

অনুষ্ঠানে হেলথ কেয়ার ও হেলথ ট্রিটমেন্ট সংগঠনের ভলান্টিয়ার, শিক্ষার্থীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এমএইচকে/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর
Loading...