chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সেই কোহলিই দশকসেরা ক্রিকেটার

খেলা ডেস্ক: অভিষেকের পর থেকে পুরো দশকজুড়ে ক্রিকেট মাঠে রাজত্ব করেছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। তাই সেই কোহলিকেই সব ফরম্যাট মিলিয়ে দশক সেরা ক্রিকেটার হিসেবে বেছে নিয়েছে আইসিসি।

দশক সেরা একাদশে বিরাট কোহলি একমাত্র ক্রিকেটার, যিনি টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি- তিন ফরম্যাটের দলেই ছিলেন। টেস্টের দশক সেরা একাদশের নেতৃত্বও দেয়া হয়েছিল কোহলিকে।

আইসিসির দশক সেরা ক্রিকেটার হিসেবে কোহলি যে ট্রফিটি জিতেছেন তার নাম দেয়া হয়েছে, স্যার গারফিল্ড সোবার্স অ্যাওয়ার্ড। ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত সাফল্যের পুরস্কার এটি।

গত এক দশকে তিন ফরম্যাট মিলিয়ে বিরাট কোহলি যে রান করেছেন তা রীতিমত ঈর্ষণীয়। সব মিলিয়ে তার সংগৃহীত রান সংখ্যা ২০ হাজার ৩৯৬। যে কারণে তাকেই চোখ বন্ধ করে দশক সেরা ক্রিকেটারের জন্য বেছে নিয়েছেন নির্বাচকরা।

২০১১ ভারতের বিশ্বকাপজয়ী এবং ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্যও ছিলেন কোহলি। ২০১৭ এবং ২০১৮ সালে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছিলেন কোহলি।

দশকের সেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। এই ক্যাটাগরির সংক্ষিপ্ত তালিকায় ছিলো বিরাট কোহলির নামও।

তবে, ওয়ানডেতে সেরা ক্রিকেটার কিন্তু বিরাট কোহলিই। এই ক্যাটাগরিতে তাকে হারাতে পারেনি কেউ।

আফগানিস্তানের রশিদ খান জিতেছেন দশকের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কার। বিরাট কোহলি এই তালিকাতেও ছিলেন।

বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত আইসিসির দশকসেরা ক্রিকেটারের তালিকা

১. স্যার গারফিল্ড সোবার্স অ্যাওয়ার্ড (দশকসেরা ক্রিকেটার, পুরুষ) : বিরাট কোহলি
২. হেইহোয়ে-ফ্লিন্ট অ্যাওয়ার্ড (দশকসেরা ক্রিকেটার, নারী) : এলিসি পেরি।
৩. আইসিসির দশকসেরা টেস্ট ক্রিকেটার : স্টিভেন স্মিথ
৪. আইসিসির দশকসেরা ওয়ানডে ক্রিকেটার (পুরুষ) : বিরাট কোহলি
৫. আইসিসির দশকসেরা ওয়ানডে ক্রিকেটার (নারী) : এলিসি পেরি
৬. আইসিসির দশকসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার (পুরুষ) : রশিদ খান
৭. আইসিসির দশকসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার (নারী) : এলিসি পেরি
৮. সহযোগি দেশগুলোর মধ্যে আইসিসির দশকসেরা ক্রিকেটার (পুরুষ) : কাইল কোয়েৎজার
৯. সহযোগি দেশগুলোর মধ্যে আইসিসির দশকসেরা ক্রিকেটার (নারী) : ক্যাথেরিন ব্রুইস
১০. দশকসেরা আইসিসির স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড : মহেন্দ্র সিং ধোনি।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর