chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দুই দিনে ৬’শ স্থাপনা উচ্ছেদ

রেলের ২০ একর জমি উদ্ধার অভিযান

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর পাহাড়তলী ডেবারপাড়ে রেলওয়ের ২০ একর জমি উদ্ধারে দ্বিতীয় পর্যায়ের অভিযান চালানো হয়।

আজ সোমবার (২৮ ডিসেম্বর)। গতকাল রবিবার অভিযান শুরু হয়।

দুই দিনে ৬’শ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ের ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. মাহবুবুল করিম।

তিনি বলেন, আমাদের লক্ষ্যমাত্রা ছিলো ২০ একর জায়গা জুড়ে গড়ে উঠা এ স্থানের এক হাজার স্থাপনা উচ্ছেদ করা। দুই দিনে ৬’শ করা হয়েছে। কিছু স্থাপনা সেমিপাকা, আরসিসি পিলারে তৈরি হওয়ায় ভাঙতে বেগ পেতে হচ্ছে। পরবর্তীতে শিডিউল নিয়ে বাকি স্থাপনাগুলো আমরা উচ্ছেদ করবো।

এদিকে, অভিযান নিয়ে আজো ক্ষোভ জানিয়েছে স্থানীয়রা। তাদের অভিযোগ, উচ্ছেদ হওয়া অধিকাংশ লোকই এখানে ভাড়ায় থাকতেন। তাদের জমিদার (জমির মালিক দাবিদার ভাড়া আদায়কারী) উচ্ছেদের খবর জেনেও তাদের থাকার কোনো ব্যবস্থা নেয়নি। ফলে হঠাৎ করে স্থাপনা গুড়িয়ে দেয়ায় তাদের মাথা গোঁজার ঠাঁয় হারিয়ে অসহায় অবস্থায় পড়েছেন।

এমএইচকে/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর
Loading...