chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চুয়েট এর জরুরি সভায় সিদ্ধান্ত, ১৫ ব্যাচের অসমাপ্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২ মার্চ

চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর একাডেমিক কাউন্সিলের ১২৫তম (জরুরি) সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন চুয়েটের একাডেমিক কাউন্সিলের সভাপতি ও চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

এতে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক চুয়েট একাডেমিক কাউন্সিলের অভ্যন্তরীণ সদস্যগণ সভায় অংশগ্রহণ করেন। এছাড়া বহিঃসদস্যগণ অনলাইনে সংযুক্ত ছিলেন।

একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় একাডেমিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। তাছাড়া আগামী বছরের ২ মার্চ ১৫ ব্যাচের অসমাপ্ত পরীক্ষাসমূহ অফলাইনে (স্বশরীরে) গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর
Loading...