chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাস উল্টে ১৮ যাত্রী আহত

নিজস্ব প্রতিবেদক : নগরীর বাকলিয়া থানার তুলাতলী এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে ১৮ যাত্রী আহত হয়েছেন।

আজ সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, বাস উল্টে আহত ১৮ যাত্রীকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তাদের মধ্যে গুরুতর আহত কেউ ছিলেন না। তাৎক্ষনিক তাদের নাম পরিচয় জানা যায়নি।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর
Loading...