chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বোয়ালখালী জাসদ সভাপতি মনির উদ্দিন আহমদ খানের ইন্তেকাল

ডেস্ক নিউজ : প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন খান বাদলের ছোট ভাই ও বোয়ালখালী উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি মনির উদ্দীন আহমদ খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ ২৭ ডিসেম্বর রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় তিনি নগরীর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে তাঁর ভাই কামাল উদ্দিন খান মুকুল জানিয়েছেন।

তিনি জানান, মনির উদ্দিন আহমদ খান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। আগামীকাল (সোমবার) সকাল ১১টায় বোয়ালখালী উপজেলার সারোয়াতলীস্থ গ্রামের বাড়িতে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

মনির উদ্দিন আহমদ খান মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর
Loading...