chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নিজ বাসা থেকে উদ্ধার হল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মচারীর মরদেহ

চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসের কর্মচারী ভবনের ৫ নম্বর ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে একই বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মো. সালাউদ্দিন (৩০)’র মরদেহ।

আজ রবিবার (২৭ ডিসেম্বর) রাত ৮ টার দিকে ওই বাসার দরজা ভেঙ্গে পুলিশের উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা। স্ট্রোক করে সালাউদ্দিনের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে তারা।

তথ্যটি নিশ্চিত করে নিহত মোহাম্মদ সালাউদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের অফিস পিয়ন হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. আতিকুর রহমান।

তিনি বলেন, পুলিশের সহযোগিতায় দরজা ভেঙে লাশটি উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা। এসময় পিয়ন সালাউদ্দিন ঘরে একাই ছিলেন।

মরদেহ উদ্ধারের সময় নিহত সালাউদ্দিনকে চেয়ারে বসা অবস্থায় পাওয়া যায়। এতে ধারণা করা হচ্ছে মরদেহ উদ্ধার হওয়ার বেশ কয়েক ঘন্টা আগেই তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

পুলিশ বলছে ঘটনার তদন্ত স্বাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর