chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সড়ক থেকে ২০টি টং দোকান উচ্ছেদ করল চসিক, ৮ ব্যক্তির বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম ডেস্ক : ফুটপাত ও সড়কে সাধারণ মানুষের চলাচলে ব্যঘাত ঘটিয়ে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রেখেছে চসিক।

তারই ধারাবাহিকতায় আজ রবিবার (২৭ ডিসেম্বর) বন্দর থানাধীন ৩৮নং দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডের মাইজপাড়া ও ইশান মিস্ত্রিহাট এবং ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট পোর্টসিটি কমপ্লেক্সের সামনে অভিযান চালায় চট্টগ্রাম সিটি করপোরেশন

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী‘র নের্তৃতে এই অভিযানটি পরিচালিত হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, আজ রবিবার পরিচালিত অভিযানে এসব এলাকার রাস্তার উপর অবৈধভাবে নির্মিত ২০টি টং দোকান উচ্ছেদ করা হয়।

একই সাথে সড়কের জায়গা দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ৮ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করার পাশাপাশি ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

চখ/রাজীব

এই বিভাগের আরও খবর