chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কাল সীতাকুণ্ড পৌরসভা নির্বাচন, সকল প্রস্তুতি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর আগামীকাল সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড পৌরসভার নির্বাচন। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

নির্বাচনে দায়িত্ব পালন করবেন ১ জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটসহ ৯ নির্বাহী ম্যাজিষ্ট্রেট। ২ প্লাটুন বিজিবি, র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতসহ দায়িত্ব পালন করবেন আইন শৃঙ্খলা বাহিনীর ১৬শ সদস্য।

এবারের পৌরসভা নির্বাচনে মোট ৩ জন মেয়র পদে  প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাছাড়া ৭০ কাউন্সিলর ও ১৩ সংরক্ষিত আসনের প্রার্থী হয়ে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেয়র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল মুনসুর এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে (মোবাইল) প্রতীক নিয়ে সম্মিলিত নাগরিক কমিটি থেকে সাংবাদিক জহিরুল ইসলাম নির্বাচনী লড়াইয়ে মাঠে আছেন।

এদিকে এবারই প্রথমবারের মতো ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের নিয়ে পৌরবাসীর মধ্যে উৎসাহ দেখা গেলেও প্রথমবারের মতো ইভিএম এর ভোট নিয়ে ভোটারদের মাঝে রয়েছে শঙ্কা।

অধিকাংশ ভোটারই ইভিএম সম্পর্কে সচেতন নয়। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রজেক্টের মাধ্যমে প্রচারণা চালালেও তাতে তেমন সাড়া মেলেনি।

রবিবার নির্বাচন কমিশন মক ভোটের আয়োজন করে তাতেও ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

সীতাকুণ্ড উপজেলা নির্বাচন কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, ১৯৯৮ সালে ১ এপ্রিল ২৮ বর্গমাইল আয়তনের সীতাকুণ্ড পৌরসভা গঠিত হয়। নয়টি ওয়ার্ডে মোট ভোটার ৩৪ হাজার ৮১৩ জন। নির্বাচন হবে ১৭টি কেন্দ্রে।

এবারই প্রথমবারের মতো সীতাকুণ্ড পৌরসভার সব কয়টি ভোট কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর সর্বশেষ নির্বাচন হয়েছিল।

আরএস/এমআই 

এই বিভাগের আরও খবর
Loading...