chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনা পরীক্ষা করাতে গিয়ে ১৫ জনের মৃত্যু!

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে সীমান্তে করোনা পরীক্ষার লাইনে দাঁড়িয়ে প্রাণ হারিয়েছেন ১৫ জন মানুষ। মূলত করোনা পরীক্ষা করাতে এসে ভোগান্তির কারণে গত সপ্তাহে তাদের মৃত্যু হয়।

জানা গেছে, ক্রিসমাসের ছুটিতে দক্ষিণ আফ্রিকা প্রবেশে ইচ্ছুকদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছিল। তবে বিপুল সংখ্যক মানুষের নমুনা পরীক্ষায় লেগে যাচ্ছে ব্যাপক সময়। এ কারণে সীমান্ত এলাকায় মানুষের ভিড়।

গাড়ি ও ট্রাকের সারি দেখা গেছে কয়েক কিলোমিটার এলাকা পর্যন্ত। এ পরিস্থিতিতে সীমান্ত এলাকায় অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। তবে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নেই সীমান্তে।

স্থানীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, সীমান্ত পার হওয়ার অপেক্ষায় থাকায় মানুষ ও যানজটের দীর্ঘলাইন তুলনামূলক খাবার, পানি ও চিকিৎসার অভাবেই অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর