chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কাসেমীর স্থলাভিষিক্ত হলেন নুরুল ইসলাম জিহাদী

ডেস্ক নিউজ: হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা নুরুল ইসলাম জিহাদী। তিনি খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসার প্রিন্সিপাল।

আজ শনিবার হেফাজতের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী নিজ ক্ষমতাবলে তাকে ভারপ্রাপ্ত মহাসচিব পদে মনোনীত করেন।

হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব নূর হোসাইন কাসেমী গত ১৩ ডিসেম্বর মারা যান। এরপর তার স্থলাভিষিক্ত হলেন নুরুল ইসলাম জিহাদী।

আল্লামা নূর হোসাইন কাসেমীর মৃত্যুর পর ২৩ ডিসেম্বর হেফাজতের আমির শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী ও প্রধান উপদেষ্টা আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর উপস্থিতিতে এক বিশেষ বৈঠকে সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা খিলগাঁও জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম মাদরাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদিস আল্লামা নুরুল ইসলাম জিহাদীকে কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়।

দারুল উলুম হাটহাজারী মাদরাসায় হেফাজতের কার্যালয়ে ওই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর