chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইভটিজিংয়ের সময় ছদ্মবেশী ম্যাজিস্ট্রেটের হাতে ধরা পড়ল বখাটে, ১৫ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর কুসুমবাগ আবাসিক এলাকায় ইভটিজিংয়ের সময় মো. রাসেল নামে এক বখাটেকে হাতে নাতে আটক করেছে ছদ্মবেশী ম্যাজিস্ট্রেট।

নগরীর খুলশী থানার ডেভার পাড়ের ওই আবাসিক এলাকায় আজ শনিবার (২৬ ডিসেম্বর) দুপুর ১টা থেকে দুটা পর্যন্ত প্রায় এক ঘন্টা পর্যবেক্ষণ করে ওই বখাটেকে আটক করে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।

এক ভিকটিমের কাছ থেকে অভিযোগ পেয়ে ছদ্মবেশে এ অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক

উমর ফারুক বলেন, এক ভিকটিম অভিযোগ করেছে কর্মক্ষেত্রে যাওয়া আসার সময় প্রতিনিয়ত কয়েকজনকে সাথে নিয়ে রাসেল নামের এক বখাটে ইভটিজিং করে আসছিল।

তারই ফলশ্রুতিতে আজ ছদ্মবেশে খুলশী থানার ডেভার পাড় কুসুমবাগ আবাসিক এলাকার কাছাকাছি থেকে প্রায় এক ঘন্টা পর্যবেক্ষণ করি এবং ইভটিজারকে ইভটিজিং করা অবস্থায় হাতেনাতে আটক করি।

মো. রাসেল নামের ওই বখাটেকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়। পাশাপাশি সমাজ থেকে এ ব্যাধি দূর করতে এলাকার সকল পেশার মানুষকে ইভটিজিংয়ের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষে কাজ করতে অনুরোধ জানানো হয়।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর