chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সীতাকুণ্ড’র ১৭ কেন্দ্রে ইভিএম‘র প্রতিকী ভোট অনুষ্ঠিত, “ভোট দিয়ে বুঝলাম এটি খুব সহজ”

চট্টগ্রাম ডেস্ক : সারাদেশে অনুষ্ঠিত প্রথম ধাপের পৌরসভা নির্বাচনে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমেই ভোট দিবেন চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ভোটাররাও।

ভোটারদের কিভাবে ইভিএম’র মাধ্যমে ভোট প্রদান-গ্রহণ করবেন সেই বিষয়ে প্রস্তুতি নিতে মাঠে কাজ করছেন নির্বাচন কমিশনের দায়িত্বশীল কর্মকর্তারা।

তারই অংশ হিসেবে আজ শনিবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলা পৌর সদরের ১৭ টি কেন্দ্রে মক (অনুশীলনমূলক) ভোটের আয়োজনও করে কমিশন।

ইভিএমের প্রচার-প্রচারণার পাশাপাশি মক ভোটের মাধ্যমে ভোট দিতে আগ্রহী করে তোলার চেষ্টা করছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

এ ব্যাপারে উপজেলা নির্বাচনী কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, ইভিএম সম্পর্কে সচেতন করতে আমরা ব্যাপক প্রচারনা চালিয়েছি, বিভিন্ন ওয়ার্ডে প্রজেক্টের মাধ্যমে দেখিয়েছি কিভাবে ভোটাররা ভোট প্রদান করবেন। এছাড়া আজ মক ভোটের আয়োজন করেছি।

এসময় প্রথমবারের মত ইভিএম’র মাধ্যমে ভোট (প্রতিকী ভোট) দিতে আসা কয়েকজনের সাথে কথা হলে তারা জানায়, ইভিএম এ (মক) ভোট দিয়েছি, ইভিএম এ ভোট দেওয়া খুবি সহজ।

ফারজানা আক্তার নামে এক ছাত্রী বলেন, ইভিএম সম্পর্কে এতোদিন আমি বুঝতামনা।

                          আজ প্রতিকী ভোট দিয়ে বুঝলাম এটি খুব সহজ।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর