chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কুয়েতেও ফাইজা টিকা, প্রথম নিলেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ: কুয়েতেও ফাইজারের করোনার টিকাদান কার্মসূচি শুরু হয়েছে। প্রথমে প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালিদ আল সাবাহ এ টিকা নেন।

বৃহস্পতিবার কুয়েতে উচ্চপদস্থ কর্মকর্তারা দেশটির মিশরেফ এলাকায় টিকাদান কেন্দ্র পরিদর্শন করে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী ছাড়াও বুহস্পতিবার কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী ডা. বাসিল আল সাবাহ, উপ প্রধানমন্ত্রী আনাস আল সালেহ, কুয়েত রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট হিলাল আল সায়ের ফাইজারের এ করোনার টিকা নেন।

প্রথম ধাপে চার ভাগে বিভক্ত করে দেয়া হবে ভ্যাকসিন। চিকিৎসা পেশায় সিয়োজিতদের অগ্রাধিকার দেয়া হবে, পাশাপাশি ৬৫ বছরের উপরে যাদের বয়স এবং ফ্রন্টলাইনারদের অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে ভ্যাকসিন। এছাড়া তৃতীয় ভাগে সাধারণ নাগরিকদের এই টিকা দেয়া হবে।

কুয়েতে ইতিমধ্যে ৭৩ হাজার ৭০০ জন ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন করেছেন।

এই বিভাগের আরও খবর