chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পাকিস্তানে আদার কেজি এক হাজার রুপি!

আন্তর্জাতিক ডেস্ক: করোনা পরিস্থিতির মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিপাকে পড়েছে পাকিস্তানের সাধারণ জনগণ। বর্তমানে সেখানে এক কেজি আদার দাম এক হাজার রুপি, একটি ডিম বিক্রি হচ্ছে ৩০ রুপিতে।

অপরদিকে এক কেজি চিনির দাম ১০৪ রুপি, এক কেজি গম ৬০ রুপি এবং । গত কয়েকদিন ধরেই বিভিন্ন পণ্যের দাম আকাশছোঁয়া।

কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী ইমরান খান চিনির দাম কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বর্তমানে পাকিস্তানের মুদ্রাস্ফীতি অতীতের সব রেকর্ড ভেঙে ফেলেছে।

ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, শীতের কারণে দেশের বিভিন্ন স্থানে ডিমের দাম অনেক বেড়ে গেছে। এখন সেখানে প্রতি ডজন ডিম ৩৫০ পাকিস্তানি রুপিতে বিক্রি হচ্ছে।

পাকিস্তানে বর্তমানে ২৫ শতাংশের বেশি মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করেন। এ ধরনের মানুষের একটি বড় অংশেরই খাদ্য তালিকায় ডিমের প্রাধান্য থাকে। কিন্তু সেটাও এখন নাগালের বাইরে।

গত বছরের ডিসেম্বর থেকেই পাকিস্তানে আর্থিক মন্দা শুরু হয়েছে। সে সময় ৪০ কেজি গম কিনতে দুই হাজার রুপি খরচ করতে হয়েছে। চলতি বছরের অক্টোবরে এই রেকর্ড ভেঙেছে। বর্তমানে প্রতি কেজি গম বিক্রি হচ্ছে ৬০ রুপিতে অর্থাৎ ৪০ কেজি গমের দাম ২৪শ রুপি।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর