chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভারত থেকে আমদানি করা চালের প্রথম চালানের খালাস শুরু

নিজস্ব প্রতিবেদক : দেশে আমদানি করা চালের প্রথম চালানের প্রথম জাহাজ এমভি সেজুতি চট্টগ্রাম বন্দরে এসেছে।

বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম বন্দরের ৪ নং বার্থ থেকে খালাস শুরু হয়েছে। এই জাহাজে করে ৪ হাজার ১১৩ মেট্রিক টন চাল আসে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী এক মাসের মধ্যে দেড় লাখ মেট্রিক টন চাল আমদানির কথা রয়েছে। পর্যায়ক্রমে চাল আসতে থাকবে বলেও জানিয়েছেন চট্টগ্রামের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. জহিরুল ইসলাম খান।

তিনি আরো বলেন, গত শুক্রবার (১৮ ডিসেম্বর) রাতে চাল আমদানির প্রথম চালান ভারতের কলকাতা বন্দর থেকে এমভি ‘সেজুতি’ জাহাজে চট্টগ্রাম বন্দরে আসে। বহির্নোঙরে চালের প্রথম জাহাজ পৌঁছার পর আনুষঙ্গিক কাজ শেষে বন্দরের জেটিতে নোঙর করে। এরপর বুধবার সন্ধ্যা থেকে চাল খালাস শুরু হয়। ওই জাহাজে করে ৪ হাজার ১১৩ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে।

খাদ্য অধিদপ্তর জানায়, সরকার দেশে নিরাপত্তা মজুদ বাড়াতে চাল আমদানি করছে। ২০১৭ সালের পর এ প্রথম দেশে চাল আমদানি করা হচ্ছে। ভারত থেকে আসা প্রথম চালানে রয়েছে সিদ্ধ বাসমতি চাল। প্রথম চালানে প্রায় সাড়ে চার হাজার মেট্রিক টন চাল আমদানি হয়েছে।

ভারতের পাশাপাশি থাইল্যান্ড, ভিয়েতনাম, মিয়ানমার থেকে আগামী এক মাসের মধ্যে প্রায় দেড় লাখ মেট্রিক টন চাল আমদানি হবে বলে জানান খাদ্য নিয়ন্ত্রক সংস্থা।

এসএএস/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর