chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

খেলোয়াড়দের মনোবিজ্ঞানীর পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ: নাছির

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, খেলোয়াড়দের প্রশিক্ষণ ও অনুশীলনের পাশাপাশি মনোবিজ্ঞানীর পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ।

ভালো পারফরমেন্স করার ক্ষেত্রে মানসিক দৃঢ়তা গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেও মন্তব্য করেন তিনি।

আজ মঙ্গলবার নগরের বাকলিয়ায় ব্রাদার্স ক্রিকেট অ্যাকাডেমি আয়োজিত বিজয় দিবস ইন্টার ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাবেক সিটি মেয়র বলেন, বিভিন্ন দেশে এই ব্যবস্থা চালু রয়েছে। জাতীয়, জেলা ও বিভাগীয় পর্যায়ে বর্তমানে প্রায় ৪৫টি ইভেন্টে খেলাধুলা হচ্ছে।

‘আন্তঃপর্যায় থেকে খেলোয়াড়দেরকে মানসিক শক্তি বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দেয়া হলে তাদের ক্রীড়া প্রতিভা আরও গতিশীল হবে।’

অনুষ্ঠানে টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান রফিক ফিশিং অ্যান্ড ট্রেডিং’র নির্বাহী কর্মকর্তা মনির আহমদ, মোহাম্মদীয়া এন্টারপ্রাইজের নির্বাহী কর্মকর্তা মহসিন রেজা, নাজাফ ট্রেডার্সের নির্বাহী কর্মকর্তা মো. হানিফ, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার হাসান মুরাদ বিপ্লব, ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রামের পরিচালক ওয়াহিদুল আলম শিমুল, জসিম উদ্দিন মিঠুন, আবু তাহের উপস্থিত ছিলেন।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর