chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

একনেকে ৫ প্রকল্প অনুমোদন

ডেস্ক নিউজ : ৩ হাজার ৩০৮ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ের মোট ৫টি প্রকল্পের অনুমোদন হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেকে

মঙ্গলবার রাজধানীর শের-ই-বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রাকৃতিক গ্যাসের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে রাজধানীতে ৩ লাখ ২০ হাজার প্রি-পেইড গ্যাস মিটার স্থাপন করবে বিতরণ কোম্পানি তিতাস গ্যাস।

একনেকে চলমান এ প্রকল্পটির দ্বিতীয় সংশোধনী পাশ হয়। সংশোধিত প্রকল্পে মিটার ভাড়া ৬০ টাকা থেকে বেড়ে হয়েছে ১০০ টাকা।

অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়র অধিকতর উন্নয়ন প্রকল্প এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের ৩টি উন্নয়ন প্রকল্প।

নচ/চখ

এই বিভাগের আরও খবর