chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

যুক্তরাজ্যে খাদ্য সঙ্কটের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় যুক্তরাজ্যের সঙ্গে সবগুলো পথ বন্ধ করে দিয়েছে পুরো ইউরোপ। প্রতিবেশী ফ্রান্সও সড়ক ও আকাশ পথ বন্ধ করে দেওয়ায় বড় দিনের আয়োজনে খাদ্য সঙ্কটের মুখে ব্রিটেন।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, ফ্রান্স-ব্রিটেন সীমান্তে হাজার হাজার পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। ব্রিটেন থেকে কোনো গাড়ি ফ্রান্সে ঢুকতে পারছে না।

অন্যদিকে ফ্রান্সের কোনো গাড়ি ব্রিটেনে প্রবেশ করছে না।
পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় নিয়ে জরুরি বৈঠকে বসেছে বরিস সরকার।

বিশেষ করে বড়দিনে খাদ্য সঙ্কটে পড়তে পারে ব্রিটেনবাসী এমন আভাস পেয়েই মন্ত্রীদের সঙ্গে আলোচনায় জনসন। আশঙ্কা রয়েছে কিছু আমদানিকৃত খাদ্য সামগ্রী দু’সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে।

তবে পরিবহনবিষয়ক মন্ত্রী গ্র্যান্ট শ্যাপস মনে করেন, সীমান্ত বন্ধ থাকলেও ওষুধ ও খাবারের কোনো ঘাটতি হবে না।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর