chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

লোহাগাড়ায় গুঁড়িয়ে দেয়া হলো তিন অবৈধ ইটভাটা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধ তিন ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে।  সোমবার (২১ ডিসেম্বর) দিনব্যাপী পরিবেশ অধিদপ্তর ও চট্টগ্রাম জেলা প্রশাসনের যৌথ অভিযানে এ তিন ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়। 

জানা যায়, উপজেলার পদুয়া ইউনিয়নের বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ সংলগ্ন এলাকায় শাহেদের মালিকানাধীন বিএবি, কলাউজান ইউনিয়নের পশ্চিম কলাউজানের মালিপাড়া এলাকায় সরওয়ার কোম্পানির মালিকানাধীন কেবিকে ও আইয়ুব কোম্পানির মালিকানাধীন পিএসবি ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী, চট্টগ্রাম জেলার উপ-পরিচালক মোহাম্মদ জমির উদ্দিন ও চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক।

অভিযানে ফায়ার সার্ভিস, র‌্যাব-৭, চট্টগ্রাম জেলা পুলিশ সার্বিক সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, গত ১৪ ডিসেম্বর লোহাগাড়া উপজেলার সকল অবৈধ ইটভাটা গুড়িয়ে দেওয়ার জন্য হাইকোর্টের নির্দেশনা পাওয়া গেছে।

প্রথম দিনের অভিযানে পদুয়ায় ১টি ও কলাউজানে ২টি ইটভাটা গুড়িয়ে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে লোহাগাড়ার আরো ৪১টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দেয়া হবে।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর