chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টিকা নিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট পেন্স

ডেস্ক নিউজ: ফাইজার/বায়োএনটেকের তৈরি করোনাভাইরাসের টিকা নিয়েছেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স। হোয়াইট হাউসে তিনি এই টিকা নিয়েছেন। মাইক পেন্স টিকা নেওয়ার দৃশ্যটি টেলিভিশনে সরাসরি দেখানো হয়েছে। সূত্র: বিবিসি

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, করোনাভাইরাসের টিকা নিয়ে সাধারণ জনগণের শঙ্কা দূর করা এবং এর কার্যকারিতা ও নিরাপত্তার বিষয়টি সবাইকে আশ্বস্ত করার জন্য মাইক পেন্সের টিকা নেওয়ার দৃশ্য টেলিভিশনে সম্প্রচার করা হয়।

বিবিসির ওই প্রতিবেদনে আরো বলা হয় মাইক পেন্সের স্ত্রী এবং যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল জেরোমে অ্যাডামস হোয়াইট হাউসে ক্যামেরার সামনে টিকা নিয়েছেন।

ফাইজার/বায়োএনটেকের তৈরি করোনার টিকা অনুমোদনের পর গত সোমবার থেকে যুক্তরাষ্ট্রে তা প্রয়োগ শুরু হয়েছে। টিকা নেওয়ার পর মাইক পেন্স বলেছেন, আমি কিছুই বুঝতে পারিনি। আমি ও ক্যারেন টিকা নিতে পেরে অনেক খুশি।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রে মডার্নার তৈরি করোনাভাইরাসের টিকা অনুমোদন পেয়েছে। মডার্নার কাছ থেকে ২০ কোটি ডোজ নেবে যুক্তরাষ্ট্র। তার মধ্যে সম্ভবত ৬০ লাখ ডোজ প্রস্তুত রয়েছে।

এই বিভাগের আরও খবর