chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভারতে করোনা রোগী শনাক্তের সংখ্যা কোটি ছাড়ালো, একদিনে ২৫১৫২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনা ভাইরাসে সংক্রমিত শনাক্ত ব্যক্তির সংখ্যা কোটি ছাড়িয়েছে। আজ শনিবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে এই অঙ্ক পার করলো ভারত। এর আগে শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই এক কোটির বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

প্রথম স্থানে মার্কিন যুক্তরাষ্ট্রে ১ কোটি ৭৪ লক্ষের বেশি ও তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে আক্রান্ত ৭০ লক্ষ পেরিয়ে গিয়েছে।

ভারতে সরকারি তথ্য অনুযায়ী, এই মুহূর্তে ভারতে করোনা সংক্রমিত শনাক্ত ব্যক্তির সংখ্যা ১ কোটি ৪ হাজার ৫৯৯ জন। দেশটিতে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৪৫ হাজার ১৩৬ জন।

ভারতের সরকারি তথ্যের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভারতে ২৫ হাজার ১৫২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

সরকারি তথ্যমতে, দেশটিতে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৯৫ লাখ ৫০ হাজার ৭১২ জন। এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লাখ ৮ হাজার ৭৫১ জন। গত ৩০ জানুয়ারি ভারতের কেরালায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর