chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম শহরে করোনা আক্রান্তের সংখ্যা ২২ হাজার ছাড়াল, আরো ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম শহরে আরো ২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র চট্টগ্রাম নগরীতেই নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১শ জন। এদিন উপজেলায় আরো ২৪ জনসহ জেলায় মোট করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১২৪ জন। 

শনিবার (১৯ ডিসেম্বর) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের আট ল্যাব এবং কক্সবাজারে ১২৭৮ টি নমুুুুনা পরীক্ষা করা করে নতুন করে ১২৪ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব মিলেছে।

এ নিয়ে চট্টগ্রামে ২৮ হাজার ৬৭১ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২২ হাজার ৯ জন এবং উপজেলায় ৬ হাজার ৬শ ৬২ জন।

তাছাড়া এসময়ের মধ্যে চট্টগ্রাম নগরীতে করোনা আক্রান্ত আরো ২ রোগী মারা গেছে। ফলে চট্টগ্রাম জেলায় করোনা আক্রান্ত মোট মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৩৪১ জন। এর মধ্যে নগরে ২৪৫ এবং উপজেলায় ৯৬ জন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে গতকাল একদিনে ১৪৮টি নমুনা পরীক্ষা করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে। এর মধ্যে নতুন করে ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) গতকাল ৪৪৯ টি নমুনা পরীক্ষা করে ৩৩ জনের করোনা শনাক্ত হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে গতকাল ৩১৯ টি নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) গতকাল ৯৬ টি নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম জেলায় বেসরকারি হাসপাতালের মধ্যে ইমপেরিয়াল হাসপাতালে গতকাল কোন নমুনা পরীক্ষা হয়নি। শেভরণ ল্যাবে গতকাল ৬৬ টি নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল গতকাল ২৪ টি নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) গতকাল নমুনা পরীক্ষা হয়নি।

তাছাড়া কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে গতকাল চট্টগ্রামের ১৭৬ টি নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয়নি।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর