chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ঘুরে দাড়াল বার্সেলোনা,শীর্ষস্থান হারাল রিয়াল সোসিয়েদাদ

খেলাধুলা ডেস্ক : টেবিলের শীর্ষে থাকা রিয়াল সোসিয়েদাদের আক্রমণাত্মক ফুটবলের বিপক্ষে চ্যালেঞ্জ জানিয়ে শুরুতে পিছিয়ে পড়েও কাঙ্ক্ষীত জয় তুলে নিয়ে সেই পুরনো চির চেনা রুপেই ঘুরে দাড়াল বার্সেলোনা।

বুধবার রাতে বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে লা লিগার ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল বার্সেলোনা। জর্দি আলবা ও ফ্র্যাঙ্কি ডি ইয়ংয়ের করা গোলে এই জয়ে অস্টম স্থান থেকে টেবিলের পাঁচে উঠে এসেছে কাতালান ক্লাবটি।

চলতি মৌসুমের শুরুটা দুর্দান্ত করেছে সোসিয়েদাদ। বার্সার কাছে হারের পরেও পয়েন্ট টেবিলের দুইয়ে অবস্থান করছে ক্লাবটি। ১৪ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে সোসিয়েদাদ।

ম্যাচের শুরুতে পিছিয়ে ছিলেন বার্সেলোনা। খেলার ২৭ মিনিটের মাথায় উইলিয়ান হোসের গোলে প্রথমেই ক্যাম্প ন্যুতে লিড নেয় রিয়াল সোসিয়েদাদ।

মাত্র দুই মিনিট পরেই পিছিয়ে পড়া বার্সেলোনাকে সমতায় ফেরান জর্দি আলবা। স্বাগতিকদের জয়সূচক গোলটি করেন ফ্রেংকি ডি ইয়ং। সমতায় ফেরার ১২ মিনিট পর বার্সাকে লিড এনে দেন ডাচ মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডি ইয়ং।

দ্বিতীয়ার্ধে বেশ কিছু ভালো সুযোগ তৈরি করেছে সোসিয়েদাদ। তবে বার্সা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন দুর্দান্ত কিছু সেইভ করেছেন।

১২ ম্যাচে ৬টি জয়, ২টি ড্র আর ৪টি হারে ২০ পয়েন্ট বার্সার। অন্যদিকে ২৬ পয়েন্ট নিয়ে সেরা তিনে আছে আলতেলিকো মাদ্রিদ, রিয়াল সোসিয়েদাস ও রিয়াল মাদ্রিদ।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর