chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনায় আক্রান্ত হলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবিএম আব্দুল্লাহ

বিভাগীয় ডেস্ক : দেশের প্রথিতযশা মেডিসিন বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক একুশে পদকপ্রাপ্ত ইউজিসি অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার তাকে রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল জানিয়ে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির তথ্যটি নিশ্চিত করেছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মাঈনুল আহসান।

এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ডাঃ আব্দুল্লাহ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাতে নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন, ‘করোনা উপসর্গ দেখা দিয়েছিল। শরীর দুর্বল লাগছিল।

সোমবার কোভিড-১৯ পরীক্ষার রিপোর্টে পজেটিভ ধরা পরে। বাসায় থেকে ঝুঁকি না নিয়ে বিকালেই রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি হয়েছি।

তিনি আরও বলেন, ‘আইসোলেশনে থাকাই ভালো হবে। তবে আমার অবস্থা এখনও স্থিতিশীল আছে। কেবল একটু দুর্বল অনুভব করছি।

এদিকে দেশের প্রথিতযশা মেডিসিন বিশেষজ্ঞ এ চিকিৎসকের পুরোপুরি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর