chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মুজিবর্ষের নামে চাঁদা দাবি, গ্রেফতার ৩

চট্টগ্রাম নন্দনকাননে এক স্থপতির কাছে  মুজিববর্ষ উদযাপনের নামে  চাঁদা দাবি করায়  যুবলীগের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৬ মার্চ) রাতে নগরের কোতোয়ালি থানার নন্দনকানন এলাকা থেকে এই তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-শেখ রিয়াজ আহম্মেদ প্রকাশ রাজু (৪০), শাহজাহান (৪৫), বাটুল বড়ুয়া প্রকাশ ডানো (৩৮)।

সূত্রে জানা যায়, যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরীর নামে চাঁদাবাজরা নন্দনকানন সানমার বিল্ডিং সংলগ্ন থ্রিএ হোম স্কেচ প্রতিষ্ঠানে গিয়ে গত ২ মার্চ স্থপতি প্রণত মিত্র চৌধুরীর কাছে মুজিববর্ষ উদযাপনের জন্য ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। এরপর ৬ মার্চ বিকাল ৪টার দিকে পুনরায় অফিসে গিয়ে প্রতিষ্ঠান মালিককে খোঁজাখুঁজি করে চাঁদার টাকা পরিশোধের তাগিদ দেয়।

এসময় পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে ২ জনকে ও পরে আরেকজনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় লিটন (৩৫) ও চান্দু প্রকাশ রনি (৪০) নামের দুই চাঁদাবাজ। এ ঘটনায় থ্রিএ হোম স্কেচ এর অফিস সহকারী মধুসূদন দাশ কোতোয়ালী থানায় মামলা করেছেন্।