chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আলেমদের সঙ্গে আলোচনা চললেও ভাস্কর্য তৈরি হবে: তথ‌্যমন্ত্রী

ডেস্ক নিউজ: কওমি আলেমদের সঙ্গে আলোচনা চললেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য তৈরি হবে বলে জানিয়েছেন তথ‌্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ

আজ মঙ্গলবার সচিবালয়ে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ মারিন শুহের সঙ্গে বৈঠক শেষে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যেকারও সঙ্গেই বসতে পারেন। যারা নিজের জন্মের তারিখ বদলে দিয়ে ১৫ আগস্ট কেক কাটেন, তাদের সঙ্গেও সরকার বসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বসেছেন।

‘যারা সরকারকে প্রতিদিন টেনে নামিয়ে ফেলার হুমকি দেয়, তাদের সঙ্গেও আমরা বসেছি।’

তিনি বলেন, সরকার বিভিন্ন মতের মানুষের সঙ্গে বসতেই পারে। এটি গণতান্ত্রিক দেশ। সুতরাং যারা ভাস্কর্য ইস্যুতে বিরূপ মন্তব্য করছেন, তাদের সঙ্গে সরকার বসতেই পারে। কিন্তু বিভিন্ন মতের মানুষের সঙ্গে বসা মানে এই নয় যে, আমরা আমাদের অবস্থান থেকে বিচ্যুত হয়েছি।

হাছান মাহমুদ বলেন, আমাদের অবস্থান অপরিবর্তিত এবং সমস্ত মৌলবাদী অপশক্তি, যারা এই দেশটাকে পিছিয়ে দিতে চায়, তাদের বিরুদ্ধে স্বাধীনতার পক্ষের শক্তি-ঐক্য-সংহতি নিয়ে দেশ এগিয়ে যাবে।

‘সব ইসলামি দেশসহ সারাবিশ্বের মতো এই দেশেও শত শত বছর ধরে ভাস্কর্য ছিল, আছে এবং থাকবে। বঙ্গবন্ধুর ভাস্কর্যও হবে।’

তথ‌্যমন্ত্রী বলেন, ‘পদ্মাসেতুর বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য ক্ষমা চেয়ে প্রধানমন্ত্রীকে বিএনপির অভিনন্দন জানানো উচিত। পদ্মা সেতু অবশ্যই রাষ্ট্রীয় সম্পত্তি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তার দূরদর্শী নেতৃত্ব ও সময়োচিত পদক্ষেপ নিয়ে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়ে এই সম্পত্তি রাষ্ট্রের সঙ্গে যুক্ত করেছেন।

‘এই পদ্মা সেতু যেন না হয়, সেজন্য বহু ষড়যন্ত্র হয়েছে। সেই ষড়যন্ত্রে বিএনপিও জড়িত ছিল।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর