chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিজয় দিবসে তারিনের ‘রানার’!

ডেস্ক নিউজ: মহান বিজয় দিবস আসছে তারিন ও শতাব্দী ওয়াদুদের টেলিফিল্ম ‘রানার’। শোয়েব চৌধুরীর গল্প অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন সেলিম আহমেদ। পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল।

টেলিফিল্মটির গল্পে দেখা যাবে, গ্রামের পোস্ট অফিসের রানার খতিব মিয়া একজন মুক্তিযোদ্ধা। বাড়ি বাড়ি গিয়ে মানুষের চিঠি-পত্র বিলি করার কাজটা খুব আন্তরিকতার সঙ্গে করেন তিনি।

একা মানুষ খতিব থাকেন ছোট্ট একটি ঘরে। সবার সঙ্গে হাসি-খুশি থাকেন সবসময়। তবে তার ভেতরে অনেক কষ্ট। কারণ যার ডাকে জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন তিনি, সেই মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেই নির্মমভাবে হত্যা করা হয়েছে। ঘরের দেয়ালে রাখা বঙ্গবন্ধুর ছবির সঙ্গে একা একা সব সুখ-দু:খের কথা বলেন তিনি।

তার বন্ধু ও সহযোদ্ধা মাজেদ কমান্ডারের স্ত্রী তারিন খুব দৃঢ়চেতা মানুষ। স্বামী মুক্তিযুদ্ধে শহীদ হওয়ার পর একা হয়ে গেলেও অসহায়ত্ব বুঝতে দেননি কাউকে। তার আন্তরিকতায় আপ্লুত হন খতিব। এরপর ঘটনা ভিন্নদিকে মোড় নেয়।

‘রানার’ প্রচারিত ১৬ ডিসেম্বর রাত ৮ টায় মাছরাঙা টেলিভিশনে বিশেষ টেলিফিল্ম।

নচ/চখ

এই বিভাগের আরও খবর