chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

র‌্যাবের অভিযান: ৮০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, ৩ রোহিঙ্গাসহ আটক ৭

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের লোহাগাড়া ও কক্সবাজারের উখিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৮০ লাখ টাকা মূল্যমানের ১৫ হাজার ৭৬৩ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭। এসময় তিন রোহিঙ্গা নাগরিকসহ সাতজনকে আটক করো হয়।

আজ মঙ্গলবার র‌্যাব-৭ এর পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানিয়েছে গতকাল সোমবার কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়।

এসময় তাদের থেকে ১৩ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, লিটন দেবনাথ (৪০), রাজীব দেবনাথ (২৫)। তিন রোহিঙ্গা নাগরিকদের মধ্যে মো. ইলিয়াস (২৪), মো. নূর আলম (২০), আবু তাহের (৩৮)।

এদিকে লোহাগাড়া থানা মিডওয়ে ইন রেস্টুরেন্ট এর সামনে চেকপোস্ট বসিয়ে সেন্টমার্টি পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে দুইজনকে আটক করা হয়।

এসময় তাদের থেকে ১ হাজার ৯৬৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক দুইজন বাসের চালক একরামুল হক (৪০) ও বাসের হেলপার মো. বকুল মিয়া (২৩)।

এসময় বাসটি (ঢাকা-মেট্রো-ব-১৩-১৫০৮) জব্দ করা হয়। আটককৃত আসামি এবং উদ্ধারকৃত মালামালসহ লোহাগাড়া থানা ও উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এসএএস/এএমএস

এই বিভাগের আরও খবর