chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

যুক্তরাষ্ট্রে প্রথম ডোজ নিলেন নিউ ইয়র্কের নার্স

ডেস্ক নিউজ: করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি গতকাল সোমবার শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে।  সে দেশে প্রথম টিকা নিয়েছেন ৫২ বছর বয়সী নার্স সান্ড্রা লিন্ডসে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যে ফাইজার-বায়োএনটেকের ৩০ লাখ ডোজ পাঠানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল সোমবার টিকা দেওয়া শুরু হয়েছে। নিউইয়র্কের লং আইল্যান্ড জিউস মেডিকেল সেন্টারের নিবিড় পরিচর্যাকেন্দ্রের নার্স সান্ড্রা লিন্ডসে।

তাকে টিকা দেওয়ার দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে। টুইটারে টিকা দেওয়ার সেই ছবি পোস্ট করেছেন নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো।

ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় জানান, প্রথম টিকা দেয়া হয়েছে। শুভ কামনা যুক্তরাষ্ট্র, শুভ কামনা বিশ্বের সবার জন্য।

নচ/চখ

এই বিভাগের আরও খবর