chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হঠাৎ ইউটিউবসহ গুগল পরিষেবায় বিঘ্ন

প্রযুক্তি ডেস্ক: কিছুদিন আগে মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম সেবা ডাউন হয়ে যাওয়ায় বিপত্তিতে পড়ে যায় এর ব্যবহারকারীরা। এবার এ সমস্যা দেখা দিয়েছে গুগলের বিভিন্ন পরিষেবায়। জিমেইল, ইউটিউবসহ বিশ্বব্যাপী প্রতিষ্ঠানটির বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যা হচ্ছে। খবর দ্য ইন্ডিপেন্ডেন্ট ও বিবিসির।

কোথাও কোথাও বন্ধ আছে তাদের সেবা। সার্ভার ডাউনের কারণে এই সমস্যা হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ইউটিউব, জিমেইলের পাশাপাশি গুগল মিট, গুগল হ্যাংআউটস, গুগল প্লে এবং গুগল ম্যাপসহ আরও বেশ কিছু জনপ্রিয় সেবা নিতে গিয়ে গ্রাহকরা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

বাংলাদেশে সোমববার সন্ধ্যা ৬টার দিক থেকে এ সমস্যা সৃষ্টি হয়। পুরোপুরি বন্ধ হয়ে যায় জিমেইল ও ইউটিউব।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইউটিউব ও জিমেইল সচল হলেও ব্যবহারকারীরা কিছু সমস্যা টের পাচ্ছিলেন।

তবে কেন এ বিপর্যয়, সে বিষয়ে গুগলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর