chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কোয়ালিফায়ারে জ্বলে উঠবেন সাকিব-রিয়াদ-মাশরাফি!

খেলা ডেস্ক: বঙ্গবন্ধু টি-২০ কাপে বলার মতো তেমন কিছু করতে পারেননি জেমকন খুলনা দলের তিন বড় তারকা সাকিব-রিয়াদ-মাশরাফি। যদিও মাশরাফি বেশিরভাগ ম্যাচেই ছিলেন না।

তবে খুলনার দলের অন্যতম সিনিয়র সদস্য ইমরুল কায়েস আশাবাদী। কালকের কোয়ালিফায়ার ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে অভিজ্ঞ ইমরুল দলে থাকা ‘তিন পান্ডবের’ কাছ থেকে ভাল পারফরমেন্সের আশায়।

সেটা শুধু যে আশা, তা নয়। ইমরুলের দাবি , যারা বড় প্লেয়ার , তারা সাধারণতঃ বড় ম্যাচের পারফরমার হয়।

ইমরুল বোঝানোর চেষ্টা করেন, সাকিব, রিয়াদ আর মাশরাফি ঠিক কোয়ালিফায়ার ম্যাচে জ্বলে উঠতে পারেন। সে কারণেই মুখে এ আশাবাদী সংলাপ, ‘বড় খেলোয়াড়েরা সেমিফাইনাল বা বড় বড় ইভেন্টে বড় বড় ম্যাচে ভালো খেলে।’

গাজী গ্রুপ চট্টগ্রামকে ভাল দল আখ্যা দিয়ে ইমরুল বলেন , ‘হ্যাঁ গাজী আমাদেরকে দুইবার হারিয়েছে অবশ্যই তারা আমাদের থেকে ভালো ক্রিকেট খেলেছে। কিন্তু আমাদের যে ভুলগুলা করেছি আমরা শেষ দুইটা ম্যাচে ওদের সঙ্গে ওইগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং আজকেও অনেক আলোচনা আবার হবে।

‘আমার মনে হয় যে ওই জায়গাগুলোতে যদি আমরা ভুল না করি ইনশাআল্লাহ আমরা আবার ভালোভাবে কামব্যাক করতে পারব।’

নিজ দলকে নিয়ে আশাবাদি ইমরুল মনে করেন তারা মানসিকভাবে সবাই খুব ভালো অবস্থায় আছেন। তার ভাষায় , ‘কারণ সেমিফাইনাল খেলছি, আমরা দুই নম্বর দল হয়েছি আমাদের এখানে সুযোগ দুইটা থাকবে।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর