chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনা : সীতাকুণ্ডে আরো একজনের মৃত্যু, উপজেলায় মোট মৃতের সংখ্যা ১৫ জন

নিজস্ব প্রতিনিধি : করোনা মহামারির প্রথম পর্যায়ে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেলেও মাঝে করোনা আক্রান্ত রোগীদের মধ্য থেকে দীর্ঘদিন কোন মৃত্যুর ঘটনা ঘটেনি।

তবে সম্প্রতি সারাদেশের ন্যায় সীতাকুণ্ড উপজেলাতেও পুনরায় ভয়াবহ আকার ধারণ করছে করোনা ভাইরাস। প্রায়ঃশ আক্রান্ত রোগী শনাক্তের পাশাপাশি নতুন করে আবারো মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করেছে। 

গতকাল শনিবার (১২ ডিসেম্বর) রাতে নগরীর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা ফটিক চন্দ্র নাথ (৬৮) নামে এক ব্যক্তি মারা গেছে। করোনা আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

আজ রবিবার দুপুরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের মণ্ডল বাড়িতে লাশটি সমাধি দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ বলেন, করোনার প্রভাব শুরুর পর থেকে এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে উপজেলায় মোট ১৫ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ মৃত্যুবরণ করা ব্যাক্তির নাম ফটিক চন্দ্র নাথ। তিনি ২০ দিন ধরে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিল। গত শনিবার রাত নয়টার দিকে তিনি মারা যান।

আজ রবিবার সকালে সীতাকুণ্ডের নিজের পৈত্রিক বাড়িতে তার লাশ হিন্দু ধর্মীয় রীতি অনুসারে সমাধি দেওয়া হয়।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর