chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাংলাদেশ যুদ্ধ চায় না : প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ : বাংলাদেশ যুদ্ধ চায় না। মিয়ানমার রোহিঙ্গা পাঠানোর পরোও কোন সংঘাতে যায়নি এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রোববার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২০ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২০ এর গ্র্যাজুয়েশন কোর্স সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সর মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন।

প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমার জোরপূর্বক রোহিঙ্গা পাঠালেও আমরা তাদের সঙ্গে সংঘাতে যায়নি। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। কেউ যদি আমাদের সার্বভৌমত্বে আঘাত দিতে আসে তার প্রতিঘাত করার মত সক্ষমতা আমাদের অর্জন করতে হবে। সেভাবেই আমাদের প্রস্তুত হতে হবে।

প্রধানমন্ত্রী আরো বলেন, মিয়ানমার থেকে ১০ লাখ রোহিঙ্গা এসেছে। আলোচনা করে এটা সমাধানের চেষ্টা করা হচ্ছে। এই বোঝা দ্রুত সমাধান করতে হবে।

এএমএস/চখ

এই বিভাগের আরও খবর