chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অবৈধ মোবাইল ফোনের ব্যবসা, ১ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে অবৈধ চোরাচালানের মাধ্যমে মোবাইল ফোন আনার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)। বুধবার (৯ ডিসেম্বর) তাকে বহদ্দারহাটের বখতেয়ার মার্কেটের মেডিকেয়ার ইকুইপমেন্টে এন্ড জিকেড নামক দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক ব্যক্তির নাম- মো.বাবুল মিয়া (৪০)। তিনি বোয়ালখালী উপজেলার পোপাদিয়া গ্রামের খুইল্লা মিয়ার ছেলে।

গোয়েন্দা পুলিশের পরিদর্শক (উত্তর) মঈনুর রহমান চট্টলার খবরকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাবুল মিয়াকে গ্রেফতার করা হয়। এসময় তার দেখানো মতে দোকানটির ভেতরে তল্লাশি চালিয়ে ৬০ পিস মোবাইল ফোন জব্দ করা হয়।

এই মোবাইল গুলোর প্রত্যেকটিতে একই আইএমইআই পাওয়া। নিয়মানুসারে প্রত্যেকটি মোবাইলে আলাদা স্বতন্ত্র আইএমইআই থাকার কথা। বিদেশ হতে অবৈধ চোরাচালানের মাধ্যমে আনার কারণে আইএমইআই তারতম্য দেখা যায়। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করার পর তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএইচকে/এএমএস

এই বিভাগের আরও খবর