chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মেসিকে প্রতিদ্বন্দ্বী নয়, বন্ধু হিসেবে দেখেন রোনালদো

খেলা ডেস্ক: মঙ্গলবার লিওনেল মেসির বার্সেলোনাকে ৩-০ গোলে হারিয়েছে রোনালদোর জুভেন্টাস। জোড়া গোলে দলের জয়ে অবদান রেখেছেন সিআর৭। সেই সাথে প্রতিদ্বন্দ্বী মেসিকে হারানোর আনন্দ তো আছেই।

তবে ম্যাচ শেষে মভিস্টারকে দেয়া সাক্ষাৎকারে মেসিকে প্রতিদ্বন্দ্বী মনে করেন না বলেই জানিয়েছেন রোনালদো।

‘মেসির সঙ্গে সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমার। আমরা প্রায় ১৩-১৪ বছর পুরস্কার বিতরণী মঞ্চে একসঙ্গে উঠেছি। আমি কখনও তাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবিনি।’

তিনি আরও যোগ করেন, মেসি সবসময় তার দলের জন্য সেরাটাই করার চেষ্টা করে। যেমনটা আমিও করি। সবসময় তার সঙ্গে আমার দারুণ মিলে যায়। তবে ফুটবলের জন্য, মিডিয়ার জন্য একটা প্রতিদ্বন্দ্বিতা সবসময়ই দেখা যায়। কিন্তু আমার সঙ্গে তার সম্পর্ক সবসময় বেশ ভাল। কখনও এর ব্যতিক্রম হয়নি।’

চ্যাম্পিয়নস লিগের ম্যাচে জুভেন্টাসের কাছে হারের আগে স্প্যানিশ লা লিগায় দুর্বল কাদিজের বিপক্ষেও ১-২ গোলে হেরেছে বার্সেলোনা। রোনালদোর মতে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বার্সেলোনা। তবে তারা বার্সেলোনা হওয়ার কারণেই আবার ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে করেন রোনালদো।

তার ভাষ্য, ‘বার্সেলোনা এখন চ্যালেঞ্জিং সময় পার করছে। তবে তারা এখনও বার্সেলনাই আছে।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর