chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভারত থেকে আরো ৫০ হাজার মেট্রিকটন চাল কিনবে সরকার

অর্থনীতি ডেস্ক : ২০২০-২১ অর্থবছরের জন্য ভারতের মুম্বাই থেকে আরও ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতী সেদ্ধ চাল ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকার। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে চালগুলো আমদানি করা হবে।

আজ বুধবার (৯ ডিসেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৫তম বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।

কমিটির প্রধান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অনুপস্থিতিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মোস্তফা কামাল ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, ২০২০-২১ অর্থবছরের জন্য আরও ৫০ হাজার টন নন বাসমতী সেদ্ধ চাল ক্রয় প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে।

ভারতের মুম্বাইয়ের প্রতিষ্ঠান এম এস রিকা গ্লোবাল ইম্প্যাকটস লিমিটেড ২ কোটি ২ লাখ ১৭ হাজার ৫শ’ মার্কিন ডলার মূল্যে এ দরপত্র পায়। যেটা বাংলাদেশি টাকায় ১৭১ কোটি ৪৪ লাখ ৪৪ হাজার টাকা।

মোংলা ও চট্টগ্রাম পোর্ট দিয়ে এ চাল দেশে আসবে জানিয়ে অতিরিক্ত সচিব বলেন, চালের মূল্য কেজি প্রতি ৩৪.২৮ টাকা এবং প্রতি টন ৪০৪ দশমিক ৩৫ মার্কিন ডলার খরচ হবে।

এর আগে বুধবার (২ ডিসেম্বর) আইনমন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠকে ২০২০-২১ অর্থবছরে ৫০ হাজার টন নন বাসমতী সেদ্ধ চাল ক্রয়প্রস্তাবে অনুমোদন দিয়েছিল সরকার।

আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে এই চাল সরবরাহ করবে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের এমএস পিকে এগ্রি লিংক প্রাইভেট লিমিটেড।

প্রতি টন ৪১৬ মার্কিন ডলার দরে ৫০ হাজার টন চালের জন্য মোট খরচ হবে ২ কোটি ৮ লাখ মার্কিন ডলার বা ১৭৬ কোটি ৩৮ লাখ ৪০ হাজার টাকা। দেশের বন্দরে পৌঁছানো পর্যন্ত এ চালের খরচ পড়বে প্রতি কেজি ৩৫ টাকা ২৭ পয়সা।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর