chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এভারেস্টের সংশোধিত উচ্চতা ঘোষণা নেপাল ও চীনের

আন্তর্জাতিক ডেস্ক : মাউন্ট এভারেস্টের উচ্চতা পৃথকভাবে পরিমাপে কয়েক মাস ব্যয় করার পর বিশ্বের সর্বোচ্চ এ শৃঙ্গের সংশোধিত উচ্চতা ঘোষণা করেছে নেপালচীন। এর মধ্য দিয়ে এভারেস্টের সঠিক উচ্চতাকে ঘিরে বিতর্কের অবসান ঘটল।

নতুন এ আনুষ্ঠানিক উচ্চতা হলো ৮ হাজার ৮৪৮ দশমিক ৮৬ মিটার (২৯ হাজার ৩২ ফুট)। চীনের সংবাদ সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সি মঙ্গলবার জানিয়েছে, এভারেস্টের নতুন এ উচ্চতা নেপালের আগের পরিমাপের চেয়ে কিছুটা এবং চীনের আগের পরিমাপ থেকে প্রায় চার মিটার বেশি। খবর আলজাজিরার।

নতুন এ উচ্চতা নেপাল এবং চীনের দ্বারা পরিচালিত ত্রিকোণমিতিক এবং জিপিএস পরিমাপের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। নেপাল জরিপকারীদের একটি দলকে ২০১৯ সালের মে মাসে এভারেস্টের শীর্ষে পাঠিয়েছিল। আর চীন এ বছরের শুরুর দিকে একটি দল পাঠায় সেখানে।

গ্লোবাল ওয়ার্মিং এবং ২০১৫ সালের ভূমিকম্পের কারণে উচ্চতায় সম্ভাব্য পরিবর্তনের জল্পনা অনুমানের মধ্যে এই প্রথম স্বাধীনভাবে এভারেস্টের উচ্চতা পরিমাপ করল নেপাল।

এভারেস্টের উচ্চতা মাপার কাজ প্রথম শুরু হয় ১৮৪৯ সালে। সেই উচ্চতা মাপার পুরোধা ছিলেন বাঙালি গণিতজ্ঞ রাধানাথ সিকদার।

এএমএস/চখ

এই বিভাগের আরও খবর